ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে মানদণ্ডসমূহ!!!

ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে মানদণ্ডসমূহ
১। ICT4E অ্যাম্বাসেডরশিপ আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষক বাতায়ন ব্যবহারের অভিজ্ঞতা কমপক্ষে ৬ মাস হতে হবে।
২। শিক্ষক বাতায়নের একজন সক্রিয় সদস্য হতে হবে।সক্রিয় শিক্ষকের মানদণ্ডসমূহ:
● প্রতি মাসে শিক্ষক বাতায়নে অনলাইন এক্টিভিটি সময় ন্যূনতম ৬ ঘণ্টা ২০ মিনিট হতে হবে।
● শিক্ষক বাতায়নে "অ্যাম্বাসেডরশিপ" আবেদনের তারিখ হতে পূর্ববর্তী ৩ মাসের মধ্যে নূন্যতম ৩০টি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কনটেন্ট আপলোড করতে হবে।
● শিক্ষক বাতায়নে "অ্যাম্বাসেডরশিপ" আবেদনের তারিখ হতে পূর্ববর্তী ৩ মাসের মধ্যে নূন্যতম ২০টি ভিডিও কনটেন্ট আপলোড করতে হবে।
● শিক্ষক বাতায়নে "অ্যাম্বাসেডরশিপ" আবেদনের তারিখ হতে পূর্ববর্তী ৩ মাসের মধ্যে নূন্যতম ১৫টি মানসম্মত ব্লগ আপলোড করতে হবে।
● শিক্ষক বাতায়নে "অ্যাম্বাসেডরশিপ" আবেদনের তারিখ হতে পূর্ববর্তী ৩ মাসের মধ্যে নূন্যতম ১৫ টি মানসম্মত ছবি আপলোড করতে হবে।
৩। সেরা কনটেন্ট নির্মাতা/সেরা উদ্ভাবক/সেরা নেতৃত্ব (শিক্ষক বাতায়ন)
৪। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর প্রশিক্ষণ
৫। মাস্টার ট্রেইনার অফ আইসিটি ইন এডুকেশন
৬। মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর
৭।ধারাবাহিক মুল্যায়ন প্রশিক্ষণ- সেসিপ প্রকল্প
৮।পিটিআই তে অনুষ্ঠিত আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকরন (প্রাথমিক শিক্ষক)
বিশেষ দ্রষ্টব্যঃ
প্রাথমিক পর্যায়ের শিক্ষকগণ অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে মনোনীত হবার জন্য উপরের মানদণ্ডসমূহ হতে ১,২,৪ এবং ৮ নম্বর ,এই ৪ টি মানদণ্ড পূরণ আবশ্যক। মাধ্যমিক/উচ্চ-মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণ অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে মনোনীত হবার জন্য উপরের মানদণ্ডসমূহ হতে ১,২ এবং ৪ নম্বর ,এই ৩ টি মানদণ্ড পূরণ আবশ্যক।
সূত্র: শিক্ষক বাতায়ন

মতামত দিন