Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

রিসেট

২৬ মে, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ

এন্ট্রপি

এনট্রপি একটি প্রাকৃতিক রাশি যার মান তাপ ও পরম তাপমাত্রার অনুপাতের সমান। এটি বস্তুর একটি তাপীয় ধর্ম যা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে। এটি বস্তুর তাপগতীয় অবস্থা নির্ধারণে সহায়তা করে। এটি তাপমাত্রা, চাপ, আয়তন, অন্তর্নিহিত শক্তি, চুম্বকীয় অবস্থার ন্যায় কোনো বস্তুর অবস্থা প্রকাশ করে।

  1. এনট্রপি বৃদ্ধি পেলে বস্তু শৃঙ্খলা অবস্থা (ordered state) হতে বিশৃঙ্খল অবস্থায় (disordered state) পরিণত হয়।
  2. তাপমাত্রা ও চাপের ন্যায় একে অনুভব করা যায় না। 


মন্তব্য করুন

সম্পর্কিত পোস্ট