"সালাম ফিরানোর আগে বিশ্বনবী মুহাম্মদ (সঃ) দোয়া করতেন,,, বিশ্বনবী মুহাম্মদ (সঃ) বললেন ৪ জিনিস থেকে পানাহা না চেয়ে আমার কোনো উম্মত যেনো সালাম না ফেরায়..❓

"সালাম ফিরানোর আগে বিশ্বনবী মুহাম্মদ (সঃ) দোয়া করতেন,,, বিশ্বনবী মুহাম্মদ (সঃ) বললেন ৪ জিনিস থেকে পানাহা না চেয়ে আমার কোনো উম্মত যেনো সালাম না ফেরায়..❓
(১) আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল জাহান্নাম।
(২) ওয়া জুবিকা মিন আজাবিল ক্ববর।
(৩) ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল।
(৪) ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাহইয়া
ওয়াল মামাত।
>> হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদেরকে এই দোয়াটি এভাবে শেখাতেন, যেভাবে কুরআনের সুরা শেখাতেন। তিনি বলতেন-
اَللَّهُمَّ اِنِّىْ أعُوْذُبِكَ مِنْ عَذَابِ جَهَنَّم- وَأعُوْذُبِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ- وَ أَعُوْذُبِكَ مِن فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ - وَ أَعُوْذُبِكَ مِن فِتْنَةِ الْمَحْيَا وَ فِتْنَةِ الْمَمَاتِ - اَللَّهُمَّ اِنِّىْ أعُوْذُبِكَ مِنْ الْمَأْثَمِ وَ الْمَغْرَم
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবি ঝাহান্নাম। ওয়া আউজুবিকা মিন আজাবিল ক্ববর। ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাঝ্ঝাল। ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল্ মাছামি ওয়া মিনাল মাগরাম।’
অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই, কবরের আজাব হতে আশ্রয় চাই। আশ্রয় চাই দাজ্জালের ফিতনার পরীক্ষা থেকে। তোমার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে এবং তোমার কাছে আশ্রয় চাই পাপ ও ঋণের বোঝা থেকে।’ (বুখারি, মুসলিম, মিশকাত)
কিন্তু মনে রাখবেন,,, আত্যাহিয়াতু, দুরুদ শরীর,দোয়া মাছুরা পড়ার পরে পড়বেন,, তারপর সালাম ফিরাবেন
অনেক গুরুত্বপূর্ণ আমল যা প্রাণের নবী শিখিয়ে গেছেন,,, অনেকে হয়তো জানেন,, যারা জানেন না শিখে নিবেন।
আল্লাহ যেন আমাদেরকে এই আমল গুলো সব সময় করার তাওফিক দান করেন 🤲আমিন🤲

মতামত দিন