Loading..

খবর-দার

০৩ জুন, ২০২৩ ০৩:১৯ অপরাহ্ণ

হোয়াটসঅ্যাপে এই লিংকে ক্লিক করলেই ফোন অকার্যকর হতে পারে

হোয়াটসঅ্যাপে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। এই নিরাপত্তাত্রুটির কারণে ফোন অকার্যকর হওয়ার ঘটনাও ঘটেছে। এ ত্রুটির কারণে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহারকারীরা বার্তা আদান-প্রদানের সময় একটি ক্ষতিকর লিংক (wa.me/settings) দেখতে পান। লিংকটিতে ক্লিক করলেই ফোন অকার্যকর হয়ে যায়

জানা গেছে, ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট—উভয় ক্ষেত্রেই ক্ষতিকর এই লিংকের সন্ধান পাওয়া যাচ্ছে। প্রথম দেখায় ক্ষতিকর লিংকটিকে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনের শর্টকাট বলে ভুল করেন অনেকেই। কিন্তু লিংকটিতে ক্লিক করলেই হঠাৎ করে ফোন অকার্যকর হয়ে যায়।

হোয়াটসঅ্যাপের ২.২৩.১০.৭৭ সংস্করণে এই নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেলেও অন্য সংস্করণ ব্যবহারকারীও নিরাপত্তাশঙ্কায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কম্পিউটার থেকে লিংকটিতে প্রবেশ করলেও কোনো সমস্যা হচ্ছে না বলে জানা গেছে। তাই ওয়েব সংস্করণ থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে লিংকটি মুছে ফেলার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
সূত্র: টেক রাডার