Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৪ জুন, ২০২৩ ০৮:২৪ অপরাহ্ণ

ঘৃত কুমারী।

ঘৃত কুমারী - বীরৎ জাতীয় উদ্ভিদ। পাতা লম্বা, কিনারা খাঁজ কাটা, রসাল। ব্যবহার্য অংশ - পাতা থেকে নির্গত ঘন পিচ্ছিল রস। ব্যবহার - পাতা থেকে ঘন পিচ্ছিল রস কোষ্ঠকাঠিন্য রোগের ফলপ্রসূ ঔষধ। এটি ক্ষুধামন্দা, জণ্ডিস, লিউকোমিয়া, কাটা-পোড়া ও ক্ষতের চিকিৎসায় ফলপ্রসূ অবদান রাখে।  প্রসাধান দ্রব্যে এর মিশ্রনে প্রসাধনের মান উন্নত হয়।

আরো দেখুন