Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৯ জুন, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ

নানা রঙের ফুল ফল,৩

মধু জৈষ্ঠ্য মাস 

জৈষ্ঠ্য মাসে বাজারে বিভিন্ন ধরনের দেশি জাতের ফল পাওয়া যায়। আপনারা যারা আম, লিচু, কাঠাল, জাম ইত্যাদি মৌসুমি ফল খাবেন খাবার পর তার বীজ/আঠি/বিচি/দানা গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে পানিতে ধুয়ে শুকিয়ে একটি কাগজে মুড়ে রেখে দিন। যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো রাস্তার ধারের ফাঁকা জায়গায় ছিটিয়ে দিন। আসছে বর্ষায় সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নিবে। যদি এদের মধ্যে একটা গাছও বেচেঁ থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া উপহার।

ফল আমাদের পুষ্টি চাহিদা পূরণ করে। বাচ্চাদের দেশি ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করুন। ফলের চাষ করুন। অনেক ধরনের ফল কিন্তু এখন সচরাচর দেখা যায় না। এসব প্রজাতি রক্ষা করতে আমাদের সচেষ্ট হতে হবে। ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজ রাখে না, ফল খাবার লোভে গাছে গাছে অনেক পাখি আসে। যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়। গাছ লাগানো সদকায়ে জারিয়া। আসুন বাড়ির আশেপাশে বা প্রতিষ্ঠানের আঙিনায় ফলের গাছ লাগাই।

আরো দেখুন