Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৩ জুন, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ

ষান্মাসিক মূল্যায়ন উৎসব- ২০২৩। বিষয়-ইসলাম শিক্ষা

Ashuganj Tap Bidyut Kendra high school

ষান্মাসিক মূল্যায়ন উৎসব- ২০২৩। 

বিষয়-ইসলাম শিক্ষা।

শ্রেণী-৭ম "ক"। 

ষান্মাসিক মূল্যায়নের প্রথম পর্যায় পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর হামদ ও নাত পরিবেশন পর্ব শেষে ছাত্ররা আকাইদ বিষয়ে প্রতিবেদন প্রস্তুত করার মধ্য দিয়ে শ্রেনী কক্ষে প্রথম পর্ব শেষ হয়।   

দ্বিতীয় পর্যায়ে এপিএসসিএল কেন্দ্রীয় মসজিদে ছাত্ররা ভিন্ন ভিন্ন গ্রুপে ভাগ হয়ে পর্যায়ক্রমে ফজর, মাগরিব, ভিতর, জুমা, ঈদ ও জানাজার নামাজের ব্যবহারিক মূল্যায়নে অংশ নেয়। অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দীর্ঘ চার ঘন্টার ইসলাম শিক্ষা বিষয়ের মূল্যায়ন উৎসব শেষ হয়।

Copy

আরো দেখুন