Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ জুন, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ণ

বায়ু দূষণ
img
Sharmistha Bain

সহকারী শিক্ষক

আমরা প্রায়ই শুনে থাকি যে, বায়ু দূষিত হচ্ছে।

কিভাবে বায়ু দূষিত হচ্ছে?

বিভিন্ন ধরনের পদার্থ যেমন- রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দূর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। এই দূষণ জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে।

মানুষের বিভিন্ন কর্মকান্ড বায়ু দূষণের একটি বড় কারণ। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়। কলকারখানা ও যানবাহন থেকে এ সকল গ্যাস বায়ুতে আসে। গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া  থেকেও বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়ায় ও বায়ু দূষিত হয়।



আরো দেখুন