Loading..

উদ্ভাবনের গল্প

১৫ জুন, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ

ইনোভেশনের বিষয় বস্তু: ১ম শ্রেণির প্রায় শতভাগ শিক্ষার্থীর বাংলা রিডিং পড়া শেখানোর সহজ কৌশল

🎈ইনোভেশনের বিষয় বস্তু: ১ম শ্রেণির প্রায় শতভাগ শিক্ষার্থীর বাংলা রিডিং পড়া শেখানোর সহজ কৌশল 🎈ইনোভেশনের পূর্বের অবস্থা: ১ম শ্রেণিতে সাবলিলভাবে রিডিং পড়তে পারে এমন শিক্ষার্থী সংখ্যা খুবই কম ছিল। 🎈সহজ কৌশল: 🔑আমি প্রথমে শব্দের নিচে আঙ্গুল মেলানো শেখাই। 🔑আমি রিডিং পড়া শেখানোর সময় কখনো বসে থাকি না। সারাক্ষণ হাটতে থাকি কিন্তু আমার দৃষ্টি থাকে শিক্ষার্থীর আঙ্গুলের দিকে। 🔑শিক্ষার্থীর আঙ্গুলের দিকে তাকিয়ে তাকিয়ে উচ্চস্বরে প্রথমে আমি একটি একটি করে শব্দ উচ্চারণ করি। তারপর শিক্ষার্থীরাও উচ্চস্বরে উচ্চারণ করতে থাকে। 🔑রিডিং পড়া শিখতে উৎসাহিত করার জন্য ঘোষনা দিয়ে রিডিং উৎসব পালন করি। বছর শেষে মূল্যায়নের ভিডিও ফেসবুক ও ইউটিউবে আপলোড করি। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। 🔑একজন দুর্বল শিক্ষার্থীর জন্য একজন করে বন্ধু শিক্ষক নিয়োগ করা হয়। 🔑একজন একজন ডেকে আবার কখনো খেলার ছলে আনন্দঘন পরিবেশে মূল্যায়ন করি। কোন দুর্বল শিক্ষার্থী পড়া পারলে আমি নেচে/গেয়ে আনন্দ প্রকাশ করি। এতে দুর্বল শিক্ষার্থী খুবই উৎসাহিত হয়। 🔑ক্রমাগত চেস্টা করতে করতে বছর শেষে প্রায় শতভাগ শিক্ষার্থী পুরো বাংলা বই সাবলিল ভাবে আঙ্গুল মিলিয়ে রিডিং পড়া রপ্ত করে ফেলে। 🎈ফলাফল: 👨🏾‍🤝‍👨🏻বছর শেষে প্রায় শতভাগ শিক্ষার্থী সাবলিল ভাবে নিজের বইয়ের যেকোন পৃষ্ঠা আঙ্গুল মিলিয়ে পড়তে পারে। 👨🏾‍🤝‍👨🏻উপরের শ্রেণিতে পাঠদান সহজ হয়। 👨🏾‍🤝‍👨🏻পড়াশোনায় আগ্রহ সৃষ্টি হয়। 👨🏾‍🤝‍👨🏻আমার নিজের (শিক্ষকের) মধ্যে একটি আত্মতৃপ্তি কাজ করে।

আরো দেখুন