Loading..

উদ্ভাবনের গল্প

২০ জুন, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ণ

উদ্ভাবনের গল্পঃ " খেলার ছলে মূল্যায়ন "

উদ্ভাবনের গল্পঃ " খেলার ছলে মূল্যায়ন " 

শিক্ষাক্ষেত্রে শিখন-শেখানো কার্যক্রমের অন্যতম একটি অংশ হলো মূল্যায়ন। শিখনফলভিত্তিক উপস্থাপিত বিষয়বস্তু শিক্ষার্থীরা কতটুকু অর্জন করতে পেরেছে তা নির্ধারণের জন্য মূল্যায়ন করা হয় এবং শিখনফল অর্জনে ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা যায়। এক্ষেত্রে গাঠনিক মূল্যায়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বর্তমান ব্লেন্ডেড শিক্ষা ব্যবস্থায় আনন্দদায়ক এবং কার্যকর গাঠনিক মূল্যায়নের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে আমাদের শিক্ষকদের নানা কৌশল এবং শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে প্রতিনিয়ত পরিচিত হতে হচ্ছে। এমনি একটি আনন্দদায়ক এবং কার্যকর প্ল্যাটফর্ম হচ্ছে কাহুট। কাহুটের মাধ্যমে আমরা সহজেই শ্রেণিতে এবং অনলাইন ক্লাশে গাঠনিক মূল্যায়নের কাজ করতে পারি। আমি নিয়মিত আমার শ্রেণিতে এবং কোভিডের সময়ে অনলাইন ক্লাশগুলোতে কাহুট এর ব্যবহার করে যাচ্ছি। এর ফলে আমি আমার শ্রেণিতে আনন্দদায়কভাবে গাঠনিক মূল্যায়নের কাজ করতে পারছি। আমার শ্রেণির সকল শিক্ষার্থীদের আমি এখন খেলার ছলে মূল্যায়ন করতে পারছি। এভাবে মূল্যায়নের ফলে আমার শ্রেণির পরিবেশ অনেক বেশি অংশগ্রহনমূলক হয়েছে। শিক্ষার্থীদের আনন্দদায়ক শিখনে আমার উদ্ভাবনী মূল্যায়ন প্রক্রিয়াটি কার্যকর ভূমিকা পালন করছে। অন্যান্য শিক্ষকগণও আমার উদ্ভাবনী আনন্দদায়ক মূল্যায়ন আইডিয়াটি শ্রেণিতে বিনামূল্যে প্রয়োগ করে আনন্দদায়ক ও কার্যকর শিখন নিশ্চিত করতে পারবেন।

আরো দেখুন