Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ জুন, ২০২৩ ০৮:০২ পূর্বাহ্ণ

Pteris একটি স্থলজ ফার্ন জাতীয় স্পোরোফাইটিক উদ্ভিদ। এর দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।

Pteris এর বৈশিষ্ঠ্যঃ

১. Pteris একটি স্থলজ ফার্ন জাতীয় স্পোরোফাইটিক উদ্ভিদ। 

২. এর দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। 

৩. কাণ্ড রাইজোম-এ রূপান্তরিত হয়।

৪. রাইজোম র্যামেন্টা দিয়ে আচ্ছাদিত থাকে। 

৫. পাতা যৌগিক ও কচি অবস্থায় কুণ্ডলিত। 

৬. স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে পত্রকের কিনারায় সোরাস গঠন করে: স্পোরাঞ্জিয়াম মেকী ইন্ডুসিয়াম দিয়ে ঢাকা থাকে। 

৭. প্রোথ্যালাস (গ্যামেটোফাইট) সবুজ বর্ণের, হৃৎপিণ্ডাকার ও সহবাসী।

আরো দেখুন