Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ জুন, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ণ

পাঠ সংশ্লিষ্ট ছবি। ক্রেডিট কার্ডের ভুলে যাওয়া পিন বের করার পাজল। সপ্তম শ্রেনী। গণিত। প্রথম অভিজ্ঞতা সূচকের গল্প। পাজল

ক্রেডিট কার্ডের মাধ্যমে সাধারণত জিনিসপত্র ক্রয় বা মূল্য পরিশোধ করা যায়। মোবাইল ব্যাংকিং এর মত ইলেক্ট্রনিক উপায়ে টাকা লেনদেনের একটি মাধ্যম হলো ক্রেডিট কার্ড। তবে যে কেঊ এই ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো কিছু কিনতে পারবেন না। সে ক্ষেত্রে একটি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তা হলো পিন। পিন হলো শুধু নম্বরের সমন্বয়। এতে শুধু অংক ছাড়া কোনো রকম অক্ষর বা প্রতীক থাকতে পারে না। এই পিন প্রদান করতে না পারলে কেউ সেই ক্রেডিট কার্ডের সুবিধা ভোগ করতে পারবে না। অর্থাৎ, ক্রেডিট কার্ডের মালিক যদি পিন ভুলে যান, তাহলে তিনিও সেটি ব্যবহার করতে পারবেন না। এমনিভাবে ছবির বাবা তার ব্যাংকের ক্রেডিট কার্ডের পিন ভুলে গেছেন। তিনি কোনো ভাবেই সেটি মনে করতে পারছেন না। আবার তার পিন মনে করাটা খুব জরুরি কারণ তিনি ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করবেন। তখন ছবির মনে পড়লো উক্ত চিত্রের সাহায্যে পিনটি খুজে পাওয়া সম্ভব। 

আরো দেখুন