Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৬ জুন, ২০২৩ ০৬:২৫ অপরাহ্ণ

ভাষা আন্দোলন

‘অশ্রুমেশা আমাদের সেই প্রথম শহীদ মিনার- যদিও আজ দাঁড়িয়ে নেই আর, বর্তমানের মিনারেই তো রয়েছে স্মৃতি তার- আর স্মৃতিতে আজও আছেন পিয়ারু সরদার!’- ‘পিয়ারু সরদার স্মরণে’ অমর চরণটি লিখেছিলেন সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হক। ভাষা আন্দোলন ও ঢাকায় একুশের প্রথম শহীদ মিনার নির্মাণের পেছনে এক অনন্য কারিগর ছিলেন পুরান ঢাকার প্রভাবশালী সরদার, পিয়ারু সরদার।

উনিশশো বাহান্নো সালের ২১শে ফেব্রুয়ারি ভাষার দাবে আন্দোলনরত ছাত্র-জনতার উপর গুলি চালায় তৎকালীন পাকিস্তানী পুলিশ। পাকিস্তান সরকারের নির্দেশে পুলিশ গুলি চালালে সেই গুলিতে প্রথম প্রাণ হারিয়েছিরেন রফিক উদ্দিন। ভাষা শহীদ রফিক উদ্দিন যেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেখানেই ২৩শে ফেব্রুয়ারি এক রাতের মধ্যে গড়ে ওঠে বাংলাদেশের প্রথম শহীদ মিনার।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি