Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩০ জুন, ২০২৩ ০১:৫৩ অপরাহ্ণ

সৌরজগৎ, অধ্যায়-তিন, পরিচ্ছেদ-3.1

অসীম মহাবিশ্বের অতিক্ষুদ্র একটি অংশ হলো আমাদের সৌরজগৎ। সূর্য, গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত। সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে। গ্রহগুলো মহাকর্ষ বলে প্রভাবে সূর্যের চারিদিকে ঘুরছে। আমাদের সৌরজগতের যাবতীয় গ্রহ-উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য। সূর্যকে ভিত্তি করেই সৌরজগতের যাবতীয় কাজ-কর্ম চলে। মহাবিশ্বের বিশালতার কাছে আমাদের সৌরজগৎ একটি ছোট্ট বিন্দু ছাড়া কিছুই না।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি