Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০২ জুলাই, ২০২৩ ১২:১৬ পূর্বাহ্ণ

কাজের মাঝে আনন্দ

ছক ১.১: প্রতিদিনের কাজের তালিকা

বিভিন্ন সময়ের কাজনিজের কাজপরিবারের কাজ
সকালে যা করিদাঁত ব্রাশ করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, সকালের নাস্তা খাওয়া, পড়া-শোনা করা, বই-খাতা, কলম ইত্যাদি ব্যাগে গুছিয়ে রাখা ইত্যাদিসকালের নাস্তা তৈরিতে সাহায্য করা, কাপড়-চোপড় গুছিয়ে রাখা, বিছানা গোছানো, খাবারের প্লেট ধোঁয়া ইত্যাদি।
বিকেলে যা করিগোসল করা, পোশাক পরিধান করা, খাবার খাওয়া, খেলাধুলা করা, নিজের খাবারের প্লেট, মগ, চামচ ইত্যাদি ধোয়া এবং গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখা, খাবারের সময় বিশেষ আদব-কায়দা ও রীতিনীতি  মেনে চলা ইত্যাদি।পরিবারকে রান্নায় সাহায্য করা, বিকেলের খাবার তৈরিতে মাকে সাহায্য করা, খাবার-দাবার বাটিতে গুছিয়ে খাওয়ার স্থানে এনে রাখা, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা ইত্যাদি।
রাতে যা করিপড়াশোনা করা, বই-খাতা, কলম ইত্যাদি ব্যাগে গুছিয়ে রাখা, রাতের খাবার খাওয়া, নিজের খাবারের প্লেট, মগ, চামচ ইত্যাদি ধোয়া এবং গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখা, খাবারের সময় বিশেষ আদব- কায়দা ও রীতিনীতি মেনে চলা ইত্যাদি।রাতের খাবার তৈরিতে মাকে সাহায্য করা, খাবার-দাবার বাটিতে গুছিয়ে খাওয়ার স্থানে এনে রাখা, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা ইত্যাদি।
ছুটির দিনে যা করিঘুরতে যাওয়া, পোষা প্রাণীদের দেখাশোনা ও পরিচর্যা করা, বাগান করা, গাছ পরিচর্যা করা, ব্যবহার্য জিনিসত্র গুছিয়ে রাখা, নিজের খাবারের প্লেট, মগ, চামচ ইত্যাদি ধোয়া এবং গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখা, খাবারের সময় বিশেষ আদব-কায়দা ও রীতিনীতি মেনে চলা ইত্যাদি।ছুটির দিনে মা-বাবাকে বেশি সময় ধরে কাজে সাহায্য করা, রান্নাঘরে বেশি সময় দেওয়া, পরিবারের বৃদ্ধদের বেশি সময় দেওয়া এবং যত্ন নেওয়া ইত্যাদি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি