Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০২ জুলাই, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ

শ্রেণি:চতুর্থ, বিষয়: বাংলা, অধ্যায়ঃ ৯।



     নেমন্তন্ন    ছড়াটিতে আসলে একটি হাসির গল্প বলা হয়েছে।একজন লোক ভজন গান শুনতে চাংড়িপোতা নামে একটি জায়গায় যাচ্ছে। পথে এক বন্ধুর সাথে দেখা। বন্ধু একটার পর একটা প্রশ্ন করছে ,আর সে উত্তর দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে বোঝা গেল ভজন গান শোনার চেয়ে তার অনেক বেশি লোভ ভোজনে, অর্থাৎ ভালো ভালো খাবর খাওয়ায়। তার বন্ধু সঙ্গে যেতে চাইলেও সে নেয় না। কারণ, বন্ধু সঙ্গে গেলে তার খওয়া যদি কম হয় এই ভয়।

আরো দেখুন