Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৪ জুলাই, ২০২৩ ০৫:৪৯ অপরাহ্ণ

আকার ও কান্ড অনুযায়ী উদ্ভিদের শ্রেনীবিন্যাস
img
Sharmistha Bain

সহকারী শিক্ষক

বৃক্ষ- কান্ড থেকে শাখা, প্রশাখা এবং পাতা হয়, এগুলোকে বৃক্ষ বলা হয়।

গুল্ম- এসকল উদ্ভিদের কান্ড শক্ত কিন্তু বৃক্ষের মত দীর্ঘ ও মোটা নয়। কান্ডের গোড়ার কাছ থেকে শাখা-প্রশাখা বের হয়। এদের শেকড় মাটির           বেশি গভীরে যায় না।

বিরুৎ-  উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট, কান্ড নরম। এদের শেকড় মাটির গভীরে যায় না।

আরো দেখুন