Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৫ জুলাই, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ

'V' আকৃতির উপত্যকা।

'V'  আকৃতির উপত্যকা  - ঊর্ধবগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ার কারণে নদী বড় বড় শিলাখণ্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে পাশের অপেক্ষা নিচের দিকের শিলা বেশি কোমল বলে পাশের ক্ষয় অপেক্ষা নিচের ক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতি হয়। তাই একে 'V' আকৃতির উপত্যকা বলে।

আরো দেখুন