Loading..

উদ্ভাবনের গল্প

০৫ জুলাই, ২০২৩ ০৪:১৬ অপরাহ্ণ

ছাত্র শিক্ষকের বন্ধুত্ব, তৈরি হবে নেতৃত্ব।

আমার আজকের উদ্ভাবনী গল্পের শিরোনাম "ছাত্র-শিক্ষকের বন্ধুত্ব, তৈরি হবে নেতৃত্ব "

ডিজিটাল বাংলাদেশের পরবর্তী সময়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষায় নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ে তোলার পূর্ব শর্ত হচ্ছে শিক্ষায় নেতৃত্ব। 

আমি মনে করি আজকের শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি অর্জন করা প্রয়োজন,আর শিশুদের নেতৃত্বের গুণাবলি অর্জনে দরকার শিক্ষায় নেতৃত্ব। বিদ্যালয়ই কেবল ছাত্র শিক্ষকের মধ্যে বন্ধুত্ব তৈরি করতে পারে। গতানুগতিক শিক্ষা পদ্ধতি ছাত্র শিক্ষকের মধ্যে দূরত্ব তৈরি করছে, এর কারনে শিশুদের মনো বিকাশ সঠিক ভাবে হচ্ছে না। প্রযুক্তির বিরূপ প্রভাবে শিশুরা নিজ নিজ গন্ডির মধ্যে আটকে আছে। আর এই সমস্যা উত্তোরনের একটা উপায় হচ্ছে শিক্ষায় নেতৃত্ব আনতে হবে।

 তাই আমার বিদ্যালয়ের শ্রেণিপাঠ থেকে শুরু করে প্রতিটি কার্যক্রমই শিক্ষার্থী কেন্দ্রীক ও তাদের সাথে বন্ধুসূলভ আচরণের মাধ্যমে তাদের সম্পৃক্ত করি।

প্রতিদিনই আলাদাভাবে দল তৈরি করে একজন একজন করে প্রতিটি কাজের প্রতিনিধি নির্বাচন করি। এতে করে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিভা প্রকাশের সুযোগ পায় এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হতে সাহায্য করে। 

সুবিধা সমূহ:
১. বিদ্যালয়ে সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। 
২. শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ববোধ তৈরি হবে। 
৩. শিক্ষার্থীরা অধিক আত্মবিশ্বাসী হবে। 
৪. ছাত্র-শিক্ষকের মধ্যে বন্ধুত্ব ঘনীভূত হবে। 
৫.পরিবার, বিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ববোধ তৈরি হবে । 

আরো দেখুন