Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ জুলাই, ২০২৩ ০৬:১০ অপরাহ্ণ

পাঠ সংশ্লিষ্ট ছবি। গ্রিডে পাতা পরিমাপ পদ্ধতি। গণিত। ষষ্ঠ শ্রেনি

এ কাজের জন্য সরবরাহকৃত গ্রিড ব্যবহার করে বস্তুর কোনো একটি তলের ক্ষেত্রফল নির্ণয়ের দুটি পদ্ধতি শিখবো। এসো গ্রিডে পরিমাপ করি; কোনো একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করি। এক্ষেত্রে বিভিন্ন রকমের গাছের পাতা কিংবা বিভিন্ন আকৃতির কাগজ বস্তু হিসেবে ব্যবহার করব। প্রতিটি উপকরণ বা বস্তুকে গ্রেডের উপর সোজাসুজি বসিয়ে প্রথমে একবার ক্ষেত্রফল পরিমাপ করব এরপর গ্রিডের উপর বস্তুটিকে আনুমানিক ৪৫° কোণে ঘুরিয়ে বসিয়ে আরেকবার ক্ষেত্রফল পরিমাপ করব।

গ্রিডের ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য যত কম হবে তত বেশি পরিমাণ পাতার অংশ দ্বারা বর্গগুলো সম্পূর্ণরূপে ঢাকা থাকবে। অর্থাৎ, সম্পূর্ণরূপে পাতা দিয়ে ঢাকা বর্গের সংখ্যা বৃদ্ধি পাবে এবং এই বর্গগুলোর ক্ষেত্রফলের সমষ্টি পাতার সবচেয়ে বেশি অংশের সঠিক ক্ষেত্রফল নির্দেশ করবে। সুতরাং, গ্রিডের ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য ০.৫ সেন্টিমিটার নিয়ে প্রাপ্ত ক্ষেত্রফল পাতাটির প্রকৃত ক্ষেত্রফলের বেশি কাছাকাছি হবে।


আরো দেখুন