Loading..

উদ্ভাবনের গল্প

১২ জুলাই, ২০২৩ ০৯:০৫ অপরাহ্ণ

সবুজ বিপ্লব

আমার আজকের উদ্ভাবনী গল্পের শিরোনাম "সবুজ বিপ্লব "


বর্তমান আর্টিফিসিয়াল এই প্রযুক্তির যুগে আমরা কিন্তু সবুজের কথা ভুলেই যাচ্ছি। কৃত্রিম প্রযুক্তি আমাদেরকে এমনভাবে মোহ করে ফেলেছে যে, আমরা প্রকৃতির কথা মনেই রাখি না।প্রকৃতির এই সবুজ শ্যামল পরিবেশ আমাদের জন্য যে কতো খানি প্রয়োজন তা বলে বুঝানো যাবে না।  কৃত্রিম এই প্রযুক্তি আমাদের জন্য যে কতো ক্ষতির কারন তা আমরা কিছু কাল পরেই উপলব্ধি করতে পারব। এখন থেকে যদি আমরা প্রকৃতির প্রতি যত্ন না নেই তাহলে প্রকৃতির  বিরূপ প্রভাব দেখা দিবে।  


তাই আমি মনে করি এখনই উপযুক্ত সময়, যে যেই অবস্থানে রয়েছি সেই অবস্থান থেকে প্রকৃতির প্রতি যত্ন নেয়া। 

তাই আমার এই সবুজ বিপ্লব  আমার বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে শুরু করে শ্রেণিকক্ষ,বারান্দায়, করিডোর সহ সব জায়গায় আমি চেষ্টা করছি নতুন ভাবে এই প্রকৃতিকে সাজিয়ে তোলার। 

আমি আশাকরি আমার এই সবুজ বিপ্লব প্রতিটি বিদ্যালয়ে নতুন এক দিগন্তের শুভ সূচনা ঘটাবে। 

সুবিধা সমূহ:

১. বিদ্যালয়ে সবুজ পরিবেশ তৈরি হবে। 

২. শিক্ষার্থীদের মধ্যে একটি সবুজ চেতনা তৈরি হবে। 

৩. সর্বক্ষেত্রে অক্সিজেনের ঘাটতি পূরণ হবে। 

৪. বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য নতুন এক সংযোজন ঘটবে। 

৫. শিক্ষক ও শিক্ষার্থীদের চেস্টা থাকলে পরিবার, বিদ্যালয় সব জায়গায়  এমন সবুজ পরিবেশ তৈরি হবে। 

৬. রুচির পরিবর্তন ঘটবে। 

আরো দেখুন