Loading..

উদ্ভাবনের গল্প

১৫ জুলাই, ২০২৩ ০৮:২০ অপরাহ্ণ

এসো গল্প করি

আমার আজকের উদ্ভাবনী গল্পের শিরোনাম "এসো গল্প করি "

আমার বিদ্যালয়ের দৈনন্দিন কাজের অংশ হিসেবে প্রতি বৃহস্পতিবার প্রিয় শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করি গল্প বলার আসর। সেই আসরে শরিক হয় আমার শিক্ষার্থীরা ও সহকর্মীবৃন্দ।

আমার এই ক্ষুদ্র উদ্যোগে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে। 

"বদলে যাব বদলে দিব" এই শ্লোগানে একটি উৎসবমুখর পরিবেশে প্রতি সপ্তাহে তাদেরকে বদলে যাওয়ার ও বদলে দেওয়ার গল্প শোনাই।

আর সেই লক্ষ্যে তাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমার " এসো গল্প করি " আয়োজনের প্রধান উপকরণ হচ্ছে SRM( Supplementary Reading Materials).

👉 উক্ত গল্পের বইগুলো "এসো গল্প করি " আয়োজনে শিক্ষার্থীদের সরবরাহ করে থাকি, তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে প্রতি সপ্তাহে একজন একজন করে দলনেতা নির্বাচন করে দলনেতার মাধ্যমেই দলগত আসর বসাই। এবং উক্ত গল্পের বইগুলো প্রত্যেক শিক্ষার্থীর হাতে হাতে দেয়া হয়। শিক্ষক ও দলনেতা তাদেরকে গল্প শোনায়। পরে শিক্ষার্থীরা নিজ নিজ গল্পের বইগুলো পড়তে থাকে। 

এমন আয়োজন তাদের মনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। 

সুবিধা সমূহ:

১. শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠেছে। 

২. শিক্ষার্থীদের মধ্যে পাঠ সংশ্লিষ্ট গল্প করতে দেখা যায়। 

৩. সবার মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। 

৪. নেতৃত্বের গুণাবলি বিকাশ ঘটছে। 

৫. বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত হচ্ছে। 


আরো দেখুন