Loading..

উদ্ভাবনের গল্প

১৭ জুলাই, ২০২৩ ০১:৫৪ পূর্বাহ্ণ

আমার চোখে বঙ্গ বন্ধু , অভিজিৎ কুমার মন্ডল,
মুজিব নামে বিশ্ব মাঝে বীরের পরিচয়
রক্ত দিয়ে আদায় করে বাংলাদেশের জয়।
শোধ হবে না কোন দিন তার ত্যাগেরই দাম।
মুজিব নামে মিশে আছে বাংলাদেশের নাম।
ছেলে বেলা থেকে তিনি ছিলেন ডানপিঠে। ছাত্র অবস্থায় তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়েন।তার জীবনের মহামূল্যবান সময় টুকু  কাটিয়েছেন কারাগারের কালকুঠুরিতে।১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি সংগ্রাম করেছেন বাংলার স্বাধীনতার জন্য।সংগ্রাম করেছেন শোষন ও শাষনের বিরুদ্ধে।আমার চোখে বঙ্গবন্ধু একজন স্থপতি।একজন আদর্শ নেতা।একজন জাতীয় নেতা।কারন তিনি অন্যায়ের বিরুদ্ধে আপস করেননি।সংগ্রাম করেছেন। তার এই আপসহীন সংগ্রামের জন্য আমরা পেয়েছি লাল সবুজের পতাকা।বিশ্ব দরবারে সগৌরবে মাথা উচু করে দাড়িয়ে আছে বাংলাদেশ তথা বাঙালি জাতি।১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এ যেন এক মহা কাব্যের সমাহার।তিনি জীবদ্দশায় পেয়েছেন জুলিও কুরি পুরস্কার সহ দেশে বিদেশে অসংখ্য সম্মাননা।বিশ্বের যতগুলো মহান নেতার নাম ইতিহাস এখনো বহন করছে তার মধ্যে মহান নেতার নাম অন্যতম।তার অগ্নিঝরা ভাষনের জন্য বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো এবং ৯মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।তার অমোঘ ভাষন ছিলো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।আমার বঙ্গবন্ধুকে নিয়ে বলতে গেলে হয়ত মহাকাব্য রচনা হবে কিন্তু কথা ফুরাবেনা।আমার বঙ্গবন্ধুকে নিয়ে লেখা মহাদেব সাহার আমি কি বলতে পারিনি কবিতার ছোট্ট একটি অংশ দিয়ে আজ শেষ করতে চাই।
তবুও শেষবার ঘুমিয়ে পড়ার আগে তাকে আমার বলতে ইচ্ছা করছিলো তার সমান উচ্চতার লোক এই বাংলায় আরেকটা দেখিনি আমি।তাইতো ব্রাল্ডিং যখন একজন ভায়োলিন বাদক আমার কাছে বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছিলো।আমি আমার বুক পকেট থেকে ১০ টাকার নোট বের করে শেখ মুজিবের ছবি দেখিয়েছিলাম।দেখ এই আমার বাংলাদেশ।তাই আমি বলতে পারি যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান। ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।

আরো দেখুন