Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২১ জুলাই, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ

পাঠ সংশ্লিষ্ট ছবি। সামান্তরিক। গণিত। সপ্তম শ্রেণি। আকৃতি দিয়ে যায় চেনা। ৫ম অধ্যায়

সামন্তরিক হল এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। তাই আয়তক্ষেত্রবর্গরম্বস - প্রত্যেকে এক একটি সামন্তরিক, কেননা এদের প্রত্যেকটির নিজস্ব বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল হয়। সদিক রাশির লব্ধি নির্ণয়ে সামন্তরিকের ব্যবহার বহুল প্রচলিত।

বৈশিষ্ট্য

·         বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল

·         বিপরীত কোণদ্বয় সমান

·         কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে

·         কর্ণদ্বয় অসমান

·         পাশাপাশি কোণদ্বয়ের সমষ্টি এক সরলকোণ

আরো দেখুন