বর্ণ শিখি অ আ
শিখনফলঃ
এ পাঠ শেষে শিক্ষার্থীরা-
১.১.১ প্রমিত উচ্চারণে বলা বর্ণমালার স্বরধ্বনি মনোযোগ সহকারে শুনে শনাক্ত করতে পারবে।
৫.১.১ বাক্য অ শব্দে ব্যবহৃত বাংলা বর্মণমালার ধ্বনি স্পষ্ট ও শুদ্ধভাবে বলতে পারবে।
৫.১.২ বর্ণক্রম অনুসারে বাংলা বর্ণমালার ধ্বনি বলতে পারবে।
৫.১.৪ শব্দ ভেঙে ধ্বনি বলতে পারবে।

মতামত দিন