Loading..

মুজিব শতবর্ষ

০৪ আগস্ট, ২০২৩ ১১:১৭ পূর্বাহ্ণ

৪৭ থেকে ৭০ সাল পর্যন্ত সময়কালে বঙ্গবন্ধু তার মৌলিক কাজে সফল হন

অর্থাৎ ৪৭ থেকে ৭০ সাল পর্যন্ত সময়কালে বঙ্গবন্ধু তার মৌলিক কাজে সফল হন- গণমানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে পারেন এবং অধিকার আদায়ের সংগ্রামেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের সম্পৃক্ত করতে সক্ষম হন। কাজটি তিনি এত সফলভাবে সম্পন্ন করতে পেরেছিলেন যে, ‘তৈল ঢালা স্নিগ্ধ তনু নিদ্রারসে ভরা’ এ অভিধায় ভূষিত বাঙালি একদিন প্রায় খালি হাতে ফাইনেস্ট ফাইটিং মেশিন নামীয় প্রশিক্ষিত একটি বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা ছিনিয়ে আনতে সক্ষম হলো। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন ছিল দরিদ্র বাঙালির পক্ষে বঙ্গবন্ধুর রাজনৈতিক সাধনায় সফলতার প্রথম ধাপ। তার দ্বিতীয় ধাপের কাজ শুরু হয় স্বাধীন বাংলাদেশে ফিরে আসার পর থেকে। অবশ্য দেশ গঠনের কাজে তিনি যেসব পরিকল্পনা প্রণয়ন করেন সেগুলোর ছক তিনি কষে রেখেছিলেন অনেক আগেই দুই যুগের প্রত্যক্ষভাবে মুসলিম লীগবিরোধী রাজনীতির মাঠে থেকে এবং পাকিস্তানি শাসকদের জেলজুলুম সহ্য করতে করতে।

স্বাধীন বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বঙ্গবন্ধুর কর্মপরিকল্পনা

পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ১৯৭১ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করেন। প্রায় সাড়ে তিন বছরে তিনি যেসব কর্মপরিকল্পনা প্রণয়ন করে ছিলেন সেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষ উদ্দেশ্য ছিল এ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের স্বস্তি ফিরিয়ে আনা, তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা না গেলে ‘এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে’ বলে ১০ জানুয়ারির বিশাল জনসভায় দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন। চব্বিশ বছরের নানামুখী শোষণ ও অর্থনৈতিক বৈষম্যের কারণে এমনিতেই পূর্ববাংলার প্রান্তিক জনগোষ্ঠীর নাভিশ্বাস উঠে গিয়েছিল, তার ওপর মুক্তিযুদ্ধের সময় চালানো ধ্বংসযজ্ঞে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কৃষিব্যবস্থা, ছোট-বড়-মাঝারি শিল্পকারখানা, কুটিরশিল্প ইত্যাদি জীবন সহায়ক শক্তিগুলো প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে যায় পাক-হানাদার বাহিনী। কাজেই মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা খুব সহজসাধ্য ছিল না। কিন্তু গণমানুষের ভাগ্যোন্নয়নের সংগ্রামে আত্মনিবেদিত বঙ্গবন্ধু শক্ত হাতে হাল ধরলেন। প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক চাহিদা নিশ্চিতকরণ তথা গণমানুষের উন্নয়নে বঙ্গবন্ধুর গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম কয়েকটির বর্ণনা নিম্নে দেওয়া হলো :

আরো দেখুন