Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১২ আগস্ট, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ণ

ক্যাডস্ট্রাল বা মৌজা মানচিত্র।

ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র - ক্যাডাস্ট্রাল শব্দটি এসেছে ফ্রেঞ্চ শব্দ ক্যাডাস্ট্রে থেকে, যার অর্থ হচ্ছে রেজিস্ট্রিকৃত নিজের সম্পতি। এই মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোনো রেজিস্ট্রেকৃত ভুমি অথবা বিল্ডিং - এর মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য। আমাদের দেশে আমরা যে মৌজা মানচিত্রগুলো দেখতে পাই সেগুলো আসলে ক্যাডাস্ট্রাল মানচিত্র। এই মানচিত্রের মাধ্যমেই হিসাব করে সরকার ভুমির মালিক থেকে কর নিয়ে থাকে। এই মানচিত্রের সবচেয়ে বড় উদাহরণ  হচ্ছে আমাদের গ্রামের মানচিত্রগুলো।এই মানচিত্রে নিখুঁত ভাবে সীমানা দেওয়া থাকে। এই মানচিত্র গুলো বৃহৎ স্কেলে অংকন করা হয়, যা ১৬ ইঞ্চিতে ১ মাইল বা ৩২ ইঞ্চিতে ১ মাইল। এই ধরনের মানচিত্রের মধ্যে বিবিধ তথ্য প্রকাশ করা হয়। শহরের পরিকল্পার মানচিত্রও এই মৌজা মানচিত্রের অন্তর্ভুক্ত।  

আরো দেখুন