Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৫ আগস্ট, ২০২৩ ০৫:৫২ অপরাহ্ণ

মেঘনা নদী।

মেঘনা নদী - আসামের বরাক নদী নাগা- মণিপুর অঞ্চল থেকে হয়ে সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়ে বাংলাদেশের সিলেট জেলায় প্রবেশ করেছে। উত্তরের শাখা সুরমা পশ্চিম দিকে সিলেট , ছাতক, সুনামগঞ্জ, শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে।  আজমিরীগঞ্জের কাছে উত্তর সিলেটের সুরমা, দক্ষিণ সিলেটের কুশিয়ারা নদী এবং হবিগঞ্জ কালনী নদী একসঙ্গে মিলিত হয়েছে। পরে কালনী , সুরমা ও কুশিয়ারার মিলিত প্রবাহ কালনী নামে দক্ষিণে কিছুদূর প্রবাহিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। 

আরো দেখুন