Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৬ আগস্ট, ২০২৩ ০১:২২ অপরাহ্ণ

বায়ুর অস্তিত্ব

বায়ু পরিবেশের একটি উপাদান। বায়ুকে আমরা দেখতে পাই না। তবে সহজেই এর অস্তিত্ব বোঝা যায় ৷ ফসলের মাঠে তাকালে দেখা যায় ধান, পাট বা অন্য ফসলের গাছ বেঁে নড়ছে। গাছপালার দিকে তাকালে দেখা যায় পাতা নড়ছে। আপনার গায়ে কখনো কখনো কিছু একটা যেন আরামদায়ক পরশ বুলিয়ে দিচ্ছে। কে ফসলের গাছ নাড়াচ্ছে, গাছের পাতা নাড়াচ্ছে, কে-ই বা গায়ে পরশ বুলিয়ে যাচ্ছে? নিশ্চয়ই বলবেন বায়ু। এভাবে বায়ুর অস্তিত্ব বোঝা যায়। কখনো কখনো গাছের পাতা নড়েনা, গায়ে এসে কোনো কিছু পরশ বুলিয়ে যায় না। আমরা তখন বলি বাতাস নেই। বাতাস নেই (in অর্থ কি বায়ু নেই? বাতাস নেই অর্থ হলো বায়ুর প্রবাহ নেই। বায়ু প্রবাহিত না হলেও বায়ু আছে। একটি হাতপাখা কিংবা একটি বই হাতে নিয়ে আমাদের গায়ের কাছে নাড়ালেই আমাদের গায়ে বায়ুর পরশ বা পাই। বুঝতে পারি বায়ু আমাদেরকে ঘিরে আছে। বায়ু সবসময় সব প্রবাহিত না হলেও পৃথিবীকে ঘিরে আছে বায়ু ।

আরো দেখুন