Loading..

২০ আগস্ট, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ

জুলাই ২০২৩ সময়কালের শিক্ষক বাতায়নে সার্বিক কার্যক্রম ও সক্রিয়তার ভিত্তিতে সক্রিয় শিক্ষকদের তালিকা প্রকাশ

শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, 

শুভেচ্ছা ও অভিনন্দন! 

এখন থেকে প্রতি মাসে জেলা ICT4E অ্যাম্বাসেডর শিক্ষকদের সার্বিক কার্যক্রম ও সক্রিয়তার ভিত্তিতে সক্রিয় শিক্ষকদের তালিকা প্রকাশ করা হবে। জুলাই ২০২৩ সময়কালের শিক্ষক বাতায়নে সার্বিক কার্যক্রম ও সক্রিয়তার ভিত্তিতে সক্রিয় শিক্ষকদের তালিকা প্রকাশ করা হলো। 

জুলাই মাসে নুন্যতম ১ ঘণ্টা সময় শিক্ষক বাতায়নে সক্রিয় ছিলেন তাদেরকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ধন্যবাদ!

তালিকlটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

https://drive.google.com/file/d/12aNS_0dvjLguC5CZsircFtUbvh7OAxCS/view?usp=sharing

মন্তব্য করুন