Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ আগস্ট, ২০২৩ ০৮:১২ অপরাহ্ণ

খলিফা হযরত উমর (রা)

হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহুঃ- ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাঃ ৫৮৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার উপনাম আবু হাফস। উপাধী আল-ফারূক। তার পিতার নাম আল খাত্তাব। মাতার নাম হানতামা বয়সে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর চেয়ে ১৩ বছরের ছোট ছিলেন। তিনি নবুয়তের ষষ্ঠ বছর ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের ফলে মক্কায় ইসলাম প্রকাশ্য রুপধারন পেয়েছিল। তিনি মহানবী সাঃ এর সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হযরত আবু বকর রাঃ এর ইন্তেকালের পর ১৩ হিজরী সনে দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১০ বছর ৬ মাস খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন। তার খিলাফতকালে অধিকাংশ দেশ মুসলিম শাসনের অধীনে আসে। তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা ৫৩৯ টি। হযরত মুগীরা ইবনে শুবার খ্রিস্টান দাস আবু লুলু এর ছুরিকাঘাতের ফলে তিনি ২৩ হিজরী সনে শাহাদাত বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৩ বছর। মসজিদে নববীর রওজা মোবারকে হযরত আবু বক্কর রাঃ এর পাশে তাকে দাফন করা হয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি