Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ আগস্ট, ২০২৩ ০৯:৩৩ অপরাহ্ণ

মোরগ লড়াই ।

মোরগ লড়াই -

 খেলার স্থান- খেলার মাঠ। খেলার সরঞ্জাম - চুন / প্লাষ্টিক কোণ / মার্কার। খেলা পরিচালনাকারীর সংখ্যা- একজন।

 খেলার বিবরণ - একটা গোলাকার বৃত্ত তৈরি করতে হবে চুনের গুড়া দিয়ে। সব খেলোয়াড়রা  মাঝখানে থাকবে। সবাই বাম হাত দিয়ে বাম পা অথবা ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি ধরবে। অপর হাত পিছন দিক দিয়ে অন্য হাত ধরবে। পরিচালনাকারী বাঁশি বাজানোর মাধ্যমে লাফিয়ে লাফিয়ে লড়াই শুরু করবে। যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে জয়ী হবে। পিছন দিক থেকে আক্রমণ করা যাবে না। প্রয়োজনে ছেলে- মেয়ে আলাদা আলাদা করে খেলবে। যারা খেলবে না তারা খেলাটি পরিচালনার কাজ করবে।

আরো দেখুন