Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২২ আগস্ট, ২০২৩ ০৭:৫৪ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধে দেশী ও বিদেশী সহায়তা

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে যেসব অবাঙালি মহৎ মানুষের সাহায্য-সহযোগিতা রয়েছে এবং আত্মত্যাগের মহিমায় চিরভাস্বর হয়ে রয়েছে যাদের নাম-মার্কিন যুবক জর্জ হ্যারিসন ছিলেন তাদের অন্যতম। একাত্তরে ৯ মাস বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালিদের ওপর পাক হানাদার বাহিনীর নারকীয় তান্ডব আর হত্যাযজ্ঞ দেখে কেঁদে ওঠেছিল বিশ্ব বিবেক। নানা দেশে ওঠে প্রতিবাদের ঝড়। মানবতাবিরোধী এ গণহত্যার বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে পৃথিবীর অনেক মানুষ ও সংস্থা নেয় নানা উদ্যোগ। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী জর্জ হ্যারিসন বাংলাদেশের এ দুঃসময়ে বাংলাদেশের কোটি অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর তাগিদ হৃদয়ে অনুভব করেন গভীরভাবে। ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লিভারপুলে জন্মগ্রহণকারী মাত্র ২৮ বছরের দীর্ঘকেশী ছিপছিপে গড়নের এই যুবক একাত্তরের ১ আগস্ট বাংলাদেশের গণহত্যার প্রতিবাদে সোচ্চার হন। বাঙালিদের ওপর মির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে হাজার জনতার সামনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নামে এক কনসার্টের আয়োজন করেন যা বিভিন্ন বিশ্ব মিডিয়ায় বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করে। তার গানের সুরে বাংলাদেশের অসহায় মানুষের বেদনার আর্তি ফুটে ওঠে। সেই সময় হ্যারিসনের সঙ্গে ছিলেন বব ডাইলামসহ ভারতের বিখ্যাত সুরের রাজা পন্ডিত রবি শংকর।

আরো দেখুন