Loading..

উদ্ভাবনের গল্প

২২ আগস্ট, ২০২৩ ০৯:৩১ অপরাহ্ণ

গণিতের ম্যাজিক বোর্ড

আমার উদ্ভাবনের গল্পে সবাইকে স্বাগত

আমার উদ্ভাবনের গল্পের নাম গণিতের ম্যাজিক বোর্ড

বাস্তবায়ন  প্রক্রিয়া

১। আর্ট পেপারে ১- ১০০ সংখ্যা বসিয়েছি।

২। A4 সাইজের কাগজ বা আর্ট পেপার কেটে জোড় বিজোড় সংখ্যার ঘর তৈরি করা।

৩।   A4 সাইজের কাগজ বা আর্ট পেপার কেটে ১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার ঘর কেটে নেয়া। 

৪।  A4 সাইজের কাগজ বা আর্ট পেপার কেটে পর্যায়ক্রমে ২, ৩, ৪, ৫,৬,৭, ৮,৯ ও ১০ এর গুণিতকের ঘর কেটে নেয়া।

৫।  A4 সাইজের কাগজ বা আর্ট পেপার কেটে ২/২, ৩/৩, ৪/৪, ৫/৫,৬/৬, ৭/৭, ৮/৮, ৯/৯ ও ১০/১০ সংখ্যার যোগের জন্য ঘর কেটে নেয়া।

৬।  A4 সাইজের কাগজ বা আর্ট পেপার কেটে আগের সংখ্যা, পরের সংখ্যা ও মাঝের সংখ্যার ঘর কেটে নেয়া। 

৭।  A4 সাইজের কাগজ বা আর্ট পেপার কেটে ছোট থেকে বড় ও বড় থেকে ছোট সংখ্যার ঘর কেটে নেয়া।

৮।  A4 সাইজের কাগজ বা আর্ট পেপার কেটে পর্যায়ক্রমে ২, ৪, ৬, ৮ , ১২ এর গুণনীয়কের  ঘর কেটে নেয়া। 

৯। A4 সাইজের কাগজ গুলো বোর্ডে বসিয়ে শিক্ষার্থীদের জোড়ায় বিভিন্ন সমস্যার সমাধান করতে দেয়া।

পরিশেষে গণিত বোর্ড সংরক্ষণের জন্য সংরক্ষণ ফাইল তৈরি করা হয়েছে।

সুফল

১।  শিক্ষার্থীরা আনন্দের সাথে শিখবে।

২। শিক্ষার্থীদের গণিতভীতি দূর হবে।

৩। শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে।

৪। শিখনফল দীর্ঘস্থায়ী হবে।

৫। নান্দনিকতার বিকাশ ঘটবে।

৬। অল্প সময়ে অনেক বেশি গণিত অনুশীলন করা যাবে। 





আরো দেখুন