Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ আগস্ট, ২০২৩ ০৭:০২ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের পাঠের মানসিক প্রস্তূতি কিভাবে হলে সহজ হয় ?

শুভকামনা সবার জন্য। আজকে শিক্ষাথীর্দের মনোযোগ আকর্ষণ ও মানসিক প্রস্তূতি কিভাবে করতাম তা জানাবো আপনাদের। আমি যেকোনো পাঠ শুরুর আগে একটা কথা সবসময় বলতাম , সেটি হচ্ছে - "আজকে আমরা খুব সহজ ও মজার একটা বিষয় জানবো অথবা শিখবো। "

অনেক শিক্ষার্থী বলতো "মিস এটা আপনার কাছে সহজ আমাদের জন্য না, ইত্যাদি " শিক্ষার্থীদের এইসব কথা আমি মানি ও বুঝি। তারপরও নতুন কোনো পাঠ শুরুর দিন আমি অবশ্যই বলতাম।

কেন ??????????

কারণ - ১) মানুষের মস্তিষ্ক এমন যেই শুরুতে বলা হয় কঠিন বা ভয় দেখানো হয় তা সহজে গ্রহণ করতে চাইনা।

           ২) আমাদের মস্তিষ্ক ও শরীর সম্পূর্ণ মনের দ্বারা নিয়ন্ত্রিত।

 তাই আমার ধারণা বা বিশ্বাস, শুরুতেই যদি "সহজ" শব্দটা ব্যবহার করা হয় ২০% মনোযোগ ও মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়।

তাছাড়া আনন্দে বা ভালোবেসে যেটা মনে ধরে তা স্বায়িত্বও বেশি - যা ভয় বা চাপ দিয়ে সম্ভব হয় না। এইজন্য যথাসম্ভব চেষ্টা করেছি পাঠ্য বিষয় গুলোকে সহজ ও আনন্দায়কভাবে উপস্থাপন করতে।

শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব শিক্ষার্থীদের সাহস যোগানো ও সহযোগিতা হাত বাড়ানো। আমি আমার মত চেষ্টা করেছি।

আরো দেখুন