Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৫ আগস্ট, ২০২৩ ০৯:৫৪ পূর্বাহ্ণ

ধ্যান।

ধ্যান - ধারণা ও ধ্যান দুইটি গভীর সম্পর্ক যুক্ত। ধারণার দ্বারা মনকে লক্ষ্য বস্তুতে স্থির রাখা যায়। ধারণার সে স্থির অবস্থাটি ধ্যানে আরো নিবিড় হয়। যে বিষয়ে মনকে স্থির রাখা হয়েছে সে বিষয়ে অবিচ্ছিন্ন ভাবনাকে ধ্যান বলে। অবিছিন্ন ধারণাই ধ্যান। পরমতত্ত্বকে উপলদ্ধি করার জন্য ধ্যান অত্যন্ত আবশ্যক।

আরো দেখুন