Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৭ আগস্ট, ২০২৩ ০৯:১০ অপরাহ্ণ

বৈদিক যুগ।

বৈদিক যুগ - বেদ হিন্দুধর্মের আদি ধর্মগ্রন্থ। বৈদিক ধর্মগ্রন্থসমূহের রয়েছে ৪টি ভাগ। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। সংহিতা ও ব্রাহ্মণভাগ নিয়ে বেদের কর্মকাণ্ড ,আবার আরণ্যক ও উপনিষদ ভাগ দুটি নিয়ে বেদের জ্ঞানকাণ্ড। বেদের সংহিতা অংশে ইন্দ্র, অগ্নি, সূর্য, বরুণ, ঊষা , রাত্রি প্রভৃতি দেব-দেবীর স্তব-স্ততি রয়েছে। বেদের মন্ত্র উচ্চারণ করে দেবগণের উদ্দেশে যাগযজ্ঞ করে অভীষ্ট লাভের প্রার্থনা করা হতো।

আরো দেখুন