Loading..

প্রকাশনা

৩০ আগস্ট, ২০২৩ ১২:২৬ পূর্বাহ্ণ

এশিয়া কাপ শুরুর আগের দিন দল ঘোষণা শ্রীলংকার

এশিয়া কাপ শুরুর আগের দিন দল ঘোষণা শ্রীলংকার

আগামীকাল বুধবার মুলতানে স্বাগতিক পাকিস্তান বনাম নেপাল ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের ১৬তম আসরের পর্দা উঠবে। এশিয়া কাপ শুরুর ঠিক আগের দিন দাসুন শানাকাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।

বেশ কিছু তারকা খেলোয়াড়ের চোটের কারণে দল ঘোষণা করতে বেশি সময় নিয়েছে লংকান ক্রিকেট বোর্ড। 

চোটের কারণে এশিয়া কাপের দলে নেই দিলশান মাদুশঙ্কা, দুশমন্থ চামিরা ও লাহিরু কুমারার মতো তারকারা। চোটের কারণে ছিটকে গেছেন দলটির তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাও।

তবে দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন কুশল পেরেরা। শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মদুশানকে।

এশিয়া কাপের এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান কিন্তু ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এশিয়া কাপের খেলাগুলো হবে পাকিস্তান ও শ্রীলংকায়। পাকিস্তানে হবে মাত্র চারটি ম্যাচ। বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলংকায়। 

৩১ আগস্ট ক্যান্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে শ্রীলংকা।

এশিয়া কাপে শ্রীলংকার দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহেশ থিকসানা, দুনিথ ওয়েল্লাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দাসুন হেমন্ত, বিনুরা ফের্নান্দো ও প্রমোধ মাধুশান

 

আরো দেখুন