Loading..

উদ্ভাবনের গল্প

৩১ আগস্ট, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ

শিখন বন্ধু

আমাদের বিদ্যালয়গুলোতে পারগ শিক্ষার্থীদের সাথে অপারগ শিক্ষার্থীরাও থাকে । এই অপারগ শিক্ষার্থীরা শ্রেণিতে পড়া বুঝতে সমস্যা হয় বা কম বুঝে এবং সাবলীলভাবে রিডিং পড়তে পারে না। যার ফলশ্রুতিতে তাদের পাঠোদ্ধার হয় ঠিকই কিন্তু তাদের বোধগম্যতা অর্জিত হয় না। আর এই জন্যই আমি “ শিখন বন্ধু” নামে ইনোভেশন আইডিয়াটি গ্রহণ করি। এই শিখন বন্ধু আইডিয়ার উদ্দেশ্য হলো শ্রেণির পারগ এবং অপারগ শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করা। শিখন বন্ধুরা শ্রেণিতে এক সাথে বসবে, শ্রেণি কার্যক্রমে শিখন বন্ধুরা ( পারগ অপারগকে ) সহায়তা করবে। এই সহায়তার মাধ্যমে অপারগ শিক্ষার্থীরা তাদের দূর্বলতা কাটিয়ে উঠতে পারবে বলে আমি আশা করি। এই আইডিয়া (শিখন বন্ধু ) শিখনফল অর্জনে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

আরো দেখুন