Loading..

উদ্ভাবনের গল্প

০২ সেপ্টেম্বর, ২০২৩ ০১:১৮ পূর্বাহ্ণ

উদ্ভাবনের গল্প --- ওয়ার্ল্ড ওভজারভার। মোছাঃ লুৎফুন্নাহার তালুকদার, সহকারি শিক্ষ্‌ দেওরগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়- চুনারুঘাট,হবিগঞ্জ।

বিবরণঃ


শিক্ষার্থী প্রতিদিন যা পর্যবেক্ষণ করে তার মধ্যে থেকে একটি বস্তু বা বিষয় সম্পর্কে দুই থেকে পাঁচটি বাক্য বোর্ডে প্রদর্শন করবে,প্রতি পাক্ষিকে ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণির তিন জনকে সেরা হিসেবে মনোনীত করে তাদের নাম বোর্ডে প্রদর্শন করবো এবং তাদের একটি করে "ওয়ার্ল্ড ওভজারভার" ব্যাজ প্রদান করবো।এতে শিক্ষার্থীর পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেই সাথে কথা বলার দক্ষতা ও লেখার দক্ষতাও বৃদ্ধি পাবে।


বাস্তবায়োণ কৌশলঃ


লেখার এবং বলার দক্ষতা অর্জন করানোর লক্ষ্যে সংশ্লিষ্ট্য শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিনের পর্যবেক্ষণকৃত বিষয় থেকে যেকোনো একটি বিষয় এর উপর পাঁচটি বাক্য লিখে বোর্ডে প্রদর্শন করবে এবং সবার সামনে উপস্থাপন করবে।প্রতি পাক্ষিকে ৩য়।৪র্থ ও ৫ম শ্রেণিতে তিন জন করে সেরা ওয়ার্ল্ড ওভজারভার হিসেবে মনোনীত করে তাদের নাম নির্দিষ্ট বোর্ডে প্রদর্শন করে তাদের ওয়ার্ল্ড ওভজারভার ব্যাজ প্রদান করা হবে।এতে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়বে এবং যে কোনো বিষয় নিয়ে কথা বলা এবং লেখার দক্ষতা বাড়বে।



আরো দেখুন