Loading..

প্রকাশনা

০২ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৫ পূর্বাহ্ণ

আত্মা

আত্মা

----মোঃ জহিরুল ইসলাম খান।


দেহ নামক আজব ঘরে 

আত্মা আমার বসত করে। 

আত্মার সাথে ঘরটি যেন 

মায়ার কান্নায় খেলা করে। 


দেহ তুমি থাকবি পড়ে

আত্মা আমি যাব উড়ে। 

কি হিসাব দিবে পরে 

যদি যাই তোমায় ছেড়ে। 


জগৎ জুড়ে দেহের বাস

আত্মা যেন পর বাস। 

মালিক যে দিন হবে খাড়া

আত্মা তুমি পড়বে ধরা। 


সবই হবে আত্মার সাথে 

জগতে দেহ পড়ে রবে। 

একদিন তোমার হবে বিচার

তোমার ছিল যা আচার। 


দেহ নামক ঘরে ছিল তোমার বসবাস

মৃত্যুর মধ্য তুমি হলে পর বাস।

এই দুনিয়ার মিছে মায়ায়

ডুবে ছিলে আপন ছায়ায়। 


দেহ তুমি হলে মাটি,

আত্মা আমার হবে ছুটি। 

যদি থাকে নেক আমল,

আমি হব তখন সফল। 

আরো দেখুন