Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৫৩ অপরাহ্ণ

বাংলা ভাষার জন্ম কথা

বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটি হুমায়ুন আজাদের ‘কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী’ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এ প্রবন্ধে লেখক বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছেন। ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। শব্দেরও বদল ঘটে এবং সে সঙ্গে শব্দের অর্থেরও। এক সময় ধারণা করা হতো বাংলা এসেছে সংস্কৃত থেকে। তখনকার দিনে সংস্কৃত ছিল উচুশ্রেণির মানুষের লেখার ভাষা। সাধারণ মানুষ কথা বলত প্রাকৃত ভাষায় আর এ প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের একটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্যভাষা।

হুমায়ুন আজাদ তাঁর ‘বাংলা ভাষার জন্ম কথা’ প্রবন্ধে বলেছেন যে সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় বলে উনিশ শতকের একদল লোক মনে করত সংস্কৃত ভাষা বাংলা জননী, আর বাংলা তার মেয়ে। তবে সে মেয়ে মায়ের কথামতো না চলে অন্য রকম হয়ে গেছে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি