Loading..

উদ্ভাবনের গল্প

০৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ

Skill For Cooking (রান্নার দক্ষতা অর্জন)

স্কিল ফর কুকিং( রান্নার দক্ষতা অর্জন)

সপ্তম শ্রেণির জীবন ও জীবিকা বিষয়ের স্কিল ফর কুকিং অর্থাৎ রান্নার দক্ষতা অর্জনের জন্য সপ্ত শ্রেণির শিক্ষার্থীদেরকে দশটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়। তারা নিজেরাই প্রয়োজনীয় সংখ্যক টাকা উত্তোলন করে। নিজেরাই বাজার করে, রান্নার সকল সামগ্রী নিজেদের বাড়ি থেকে নিয়ে আসে। দলীয়ভাবে লাকরী সংগ্রহ করে। এর পর বিষয় ভিত্তিক শিক্ষকের সহায়তায় সেই রান্নার সামগ্রী নিজেদের মধ্যে ভাগ করে নেয়। নিজেরাই মাঠের মধ্যে অস্থায়ী চুলা তৈরী করে। রান্না বান্না শুরু করেন। দীর্ঘ সময় ব্যয় করে রান্না করতে তারা সক্ষম হয়।

একটি আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীরা তাদের রান্নার দক্ষতা অর্জন করেন।

আরো দেখুন