Loading..

উদ্ভাবনের গল্প

০৬ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের নাটক

শ্রদ্ধেয় প্যাডাগজি স্যার,রেটার স্যার,এডমিন স্যার ও সম্মানিত শিক্ষক বাতায়নের সকল স্যার/মেম আমার এ পাক্ষিকের আপলোডকৃত উদ্ভাবনের গল্পটি দেখে পূর্ণ রেটিং ও লাইক দিয়ে কৃতার্থ করবেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলার শ্বাশত মায়ের সচিত্র ছবি এ "সাহসী জননী" নাটিকাটিতে ফুটে উঠেছে।শিক্ষার্থীরা এ নাটকের অভিনয় দেখে ও নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের বাস্তব দিকটি সম্পর্কে জানতে পারবে।আসলে এ নাটকের মধ্য দিয়ে শিশু মনে দেশ প্রেমের মনোভাব সুচারুরূপে জাগ্রত হয়ে দেশ প্রেমের ধারনা আরো সুস্পষ্ট হয়ে উঠেছে।শিশুমনে স্বধিকার আন্দোলনের উদ্ভাবন এ নাটকের মূল উপজীব্য বিষয়।

   পরিশেষে বলা যায়,শিক্ষার্থীদের অবচেতন মনের মুক্তিযুদ্ধের ধারনাকে সুচারুরূপে ঐতিহাসিক পটভূমি নিয়ে লেখা মুখাভিনয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের মনের মনোযোগ আরো সুদৃঢ় হবে বলে আমার বিশ্বাস।

ধন্যবাদ সকলকে।

আরো দেখুন