Loading..

উদ্ভাবনের গল্প

০৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৫৭ অপরাহ্ণ

"গীতি কবিতার আলোকে কবিতা পাঠ'

শ্রদ্ধেয় প্যাডাগজি স্যার,রেটার স্যার,এডমিন স্যার ও সম্মানিত শিক্ষক বাতায়নের সকল স্যার/মেম আমার এ পাক্ষিকের আপলোডকৃত উদ্ভাবনের গল্পটি দেখে পূর্ণ রেটিং ও লাইক দিয়ে কৃতার্থ করবেন।

মাধ্যমিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা,এবং গীতি কবিতার সুরে শিখতে সাহায্য করতে পারে। যখন শিক্ষার্থীরা একসাথে মনযোগ দিয়ে কোন কবিতার আবৃত্তি গীতি কবিতার সুরে শোনে তখন শিক্ষার্থীদের অংশগ্রহনের মাধ্যমে তাদের মনপেশীজ দক্ষতা বাড়তে থাকে।তখন শিক্ষার্থীদের সাহস ও মনোবল ও মনযোগ বাড়ে ফলে তাদের মধ্যে একে অপরের সাথে একাগ্রতার সাথে মিলিয়ে মনযোগ দিয়ে কবিতার আবৃত্তি  শোনে ও নিজেরা চেষ্টা করে তবে তাদের মধ্যে পড়ার আগ্রহ বৃদ্ধি পাবে।

 

মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের তাদের কল্পনা ব্যবহার করতে উৎসাহিত করতে পারে। যখন তারা  একত্রে প্রতিযোগিতার মাধ্যমে মনযোগ দিয়ে শুনে লিখে তখন মনযোগ বাড়ে।তখন তারা প্রায়ই গল্প বা পরিস্থিতির মধ্যে নিজেদের কল্পনা করে যে লিখা শ্রুত লিপির মাধ্যমে শিখে বা লিখে এ সম্পর্কে এই অভিজ্ঞতা তাদের কল্পনা ব্যবহার করতে বা শিখতে সাহায্য করে ফলে শিক্ষার্থীদের মনযোগ বৃদ্ধি পায়।

সকলকে অসংখ্য ধন্যবাদ

আরো দেখুন