Loading..

প্রকাশনা

০৮ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৫২ অপরাহ্ণ

ভারতে চাঁদ ছোয়া, আমরা ও অন্যান্যরা

একটি দেশকে ভেতর থেকে সমৃদ্ধ করতে হলে গবেষণাকে সংস্কৃতিতে রুপ দিতে হয়। সিঙ্গাপুর পঞ্চাশ লক্ষ জনগণের মধ্য থেকে চল্লিশ হাজার শুধু গবেষকেই তৈরি করেছে। দক্ষিণ কোরিয়া তার মোট জিডিপির ৪ শতাংশেরও বেশি শুধু গবেষণা খাতেই ব্যয় করছে। চীন, আমেরিকা সাপে নেউলে সম্পর্ক হলেও প্রতিবছর চীন লক্ষ লক্ষ ছেলে মেয়েকে আমেরিকায় পাঠাচ্ছে শুধু গবেষক বানানোর জন্য। জার্মানী তাই করছে। ইসরায়েলের মত ছোট্ট একটি দেশ পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে। এটা বলা হয় যে শুধু ভারত এবং চীন তাদের বিজ্ঞানীদের আমেরিকা থেকে সরিয়ে নিলে আমেরিকা অচল হয়ে যাবে।

ভারতও লক্ষ লক্ষ গবেষক তৈরি করছে। ফলে তারা ভিতর থেকে ফুলে ফেঁপে উঠছে। তারেই ধারাবাহিকতায় ৬ঃ০৪ মিনিটে ভারতের ইসরো মহাকাশ গবষণা সংস্থার পাঠানো চন্দ্রযান 'বিক্রমের' চাঁদে সফল অবতরণ।

আমেরিকা, চীন, রাশিয়ার পাশাপাশি চতুর্থ দেশ হিসেবে চাঁদে চন্দ্রযান পাঠানোয় ইতিহাস গড়ল ভারত।

 

আরো দেখুন