Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:২৫ অপরাহ্ণ

শিক্ষার্থীদের এই স্বাস্থ্য মেলা আয়োজনের জন্য

শিক্ষার্থীদের এই স্বাস্থ্য মেলা আয়োজনের জন্য ১৭, ১৮ ও ১৯ তম সেশন ব্যবহার করুন।

মেলাটি পরপর তিনদিন শ্রেণিকক্ষে বিশেষ আয়োজন হতে পারে যেখানে প্রতি সেশনে একটি

করে দল তাদের কাজ উপস্থাপন করবে। কিন্তু ভাল হয় যদি সুযোগ থাকে স্কুল কর্পতৃ ক্ষের সাথে

আলোচনা করে একই দিনে পরপর তিনটি সেশনের সমান সময় নিয়ে (২.৫ ঘণ্টা) স্কুল মাঠে

মেলাটি আয়োজন করা যায়। মেলাটি উৎসবমুখর করতে স্কুল কর্পতৃ ক্ষের সহযোগিতা গ্রহণ

করুন। এক্ষেত্রে শিক্ষার্থীরাও তাদের পরিবার ও সমাজের অন্যান্য ব্যক্তিদের সহযোগিতা নিতে

পারে।

স্বাস্থ্য মেলার জন্য প্রস্তুতি নেওয়া হলে শিক্ষার্থীদের নিজেদের স্টল প্রস্তুত করতে বলুন। মেলায়

প্রতিটি দলের স্টলে অন্যান্য সহপাঠীরা আসলে তাদের সামনে আকরণীয়ভা ্ষ বে তৈরি করা তথ্য

ও ধারণাগুলো তুলে ধরবে। পালাক্রমে অন্য স্টলে যেয়ে তাদের কাছ থেকে তাদের তৈরি করা

তথ্য ও ধারণাগুলো জেনে নেবে। নিশ্চিত করুন প্রত্যেক শিক্ষার্থী যেন প্রত্যেক স্টলে যায়। যতটা

সম্ভব আলোচনায় অংশগ্রহণ করে অন্য শিক্ষার্থীদের কাছ থেকে নতুন নতুন তথ্য ও ধারণা জেনে

নেবে।


27

আরো দেখুন