Loading..

উদ্ভাবনের গল্প

১১ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ

প্রিয় শিক্ষক দিলরুবা খাতুন

বিদ্যালয় বদলে দিলেন যিনি

দিলরুবা খাতুন

প্রধান শিক্ষক, ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুঠিয়া, রাজশাহী

শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় হতে হবে আনন্দের মধ্য দিয়ে শিক্ষালাভের স্থান। বিদ্যালয়ের পরিবেশ ও পড়াশোনাকে উপভোগ্য করার প্রত্যয় থেকে একটা জীর্ণ স্কুলকে বদলে দিয়েছেন দিলরুবা খাতুন। স্থানীয়দের সহযোগিতা নিয়ে প্রতিটি ক্লাসে ফ্যানের ব্যবস্থা করেন তিনি। পরিকল্পনা নেন নতুন করে স্কুলটিকে সাজানোর। সৃজনশীলতা দিয়ে ছড়িয়ে দেন মুগ্ধতা। চালু হয় মিড ডে মিল, সততা স্টোর, মহানুভবতার দেয়াল, কলম ব্যাংক, দেয়ালিকা, One day One word learning activity, হাতেখড়ি উৎসবসহ শিক্ষা ও আনন্দের এক অভূতপূর্ব মেলবন্ধন। ক্রমেই বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীদের জন্য স্কুল হয়ে উঠতে থাকে জীবন উপভোগের কেন্দ্রস্থল। খেলাচ্ছলে চলতে থাকে জ্ঞানার্জন। সমন্বিত উদ্যোগের হাত ধরে দেখা দেয় বৃহত্তর সাফল্য; স্কুলটি নির্বাচিত হয় ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ স্কুল হিসেবে। আর শিক্ষার্থীদের ভালোবাসায় দিলরুবা খাতুন পেয়েছেন ‘প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২’-এ প্রিয় শিক্ষকের স্বীকৃতি।


পরিকল্পনা ও বাস্তবায়নে: আইপিডিসি-প্রথম আলো


আরো দেখুন