Loading..

উদ্ভাবনের গল্প

১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০২:৩৯ অপরাহ্ণ

মহাসাগর

উত্তর মহাসাগরঃ

 এই মহাসাগরটি ১৫.৬ মিলিয়ন বর্গকিমি।সবচেয়ে ছোট মহাসাগর।এই মহাসাগর আলাস্কা,কানাডা,রাশিয়া,আইসল্যান্ড,নরওয়ে ও গ্রিনল্যান্ডের সীমানার প্রায় ৬০ডিগ্রি উত্তর অক্ষাংশে নেমে এসেছে।

আটলান্টিক মহাসাগরঃএটি ২য় বৃহত্তম মহাসাগর।আমেরিকা মহাসাগর,ইউরোপ ও আফ্রিকার মধ্যে প্রায় ৮৫.১ মিলিয়ন বর্গকিমি দখল করে আছে।এই মহাসাগর থেকে টুনা মাছ এত ধরা হয়েছে যে এখন প্রায় বিপন্ন । প্রশান্ত মহাসাগরঃএটি সবচেয়ে বড় মহাসাগর।উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া,রাশিয়া,ও এশিয়ার সীমানাজুড়ে বিস্তৃত। এই মহাসাগরের সীমানা দক্ষিণ থেকে উত্তর মহাসাগর পর্যন্ত প্রায় ১৬৮মিলিয়ন কিমি জুড়ে অবস্থিত।

ভারতমহাসাগরঃ এটি আফ্রিকা,এশিয়া,অস্ট্রেলিয়া ও ভারতের সীমান্তবর্তী।প্রায় ৭০.৬ মিলিয়ন কিমি জুড়ে অবস্থিত।

দক্ষিণ মহাসাগরঃবিশ্বের সবচেয়ে নতুন মহাসাগরটি আন্টার্কটিকাকে ৬০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত ঘিরে রেখেছে।এর আয়তন প্রায় ২২ মিলিয়ন বর্গকিমি ।


 প্রশান্ত মহাসাগরঃএটি সবচেয়ে বড় মহাসাগর।উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া,রাশিয়া,ও এশিয়ার সীমানাজুড়ে বিস্তৃত। এই মহাসাগরের সীমানা দক্ষিণ থেকে উত্তর মহাসাগর পর্যন্ত প্রায় ১৬৮.৭ কিমি পর্যন্ত।

আরো দেখুন