Loading..

উদ্ভাবনের গল্প

১৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ

শিক্ষার্থী কর্তৃক পুস্পকানন তৈরি

লাভলী রাণী দেব, প্রধান শিক্ষক, অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,সদর,সিলেট। 

বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলীর বিশেষ গুরুত্ব রয়েছে।এতে শিক্ষার্থীদের একঘেয়েমি দূর হয়,পড়ালেখার  স্পৃহা বৃদ্ধি পায়,কাজের প্রতি আগ্রহ, প্রতিযোগিতার মনোভাব তৈরি, সর্বোপরি, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির ও আগ্রহ বৃদ্ধি পায়।তাই বিদ্যালয়ে ৮ / ১০ জন  শিক্ষার্থীদের দ্বারা পুস্পকানন তৈরি করা হয়।তারা নিজেরা নিজ নিজ দায়িত্বে টবে গাঁদা ফুলের চারা সহ অন্যান্য ফুলের চারা রোপন করে এবং নিজ নিজ চারার পরিচর্যা করে।নিয়মিত চারা গাছে পানি দেয়া,আগাছা পরিস্কার করা সহ টবে বিভিন্ন ধরনের নকশা ও নিজেরা অংকন করে। এতে করে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ হয় এছাড়া ও নিজেদের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব তৈরি হয়।শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির হার বৃদ্ধি করতে উক্ত সহপাঠক্রমিক কার্যাবলী খুবই ফলপ্রসূ। 

আরো দেখুন